তোমার চোখের দিকে তাকালেই রোমাঞ্চকর কিছু একটা অনুভব করে কবি ও তার কবিতা; চোখতো নয় যেন ভালোবাসার সমুদ্র! কি গভীর প্রেম কবিও পরাজিত তোমার চোখের ভাষা খুঁজতে গিয়ে; তবে সব পরাজয় কিন্তু পরাজয় নয়।

কবিতার মত উচ্চারিত শব্দে কেঁপেছিল মন প্রেম প্রিয়াসী সে ভাষা কবিতার মতই শুধু কবিই বুঝে, তোমার চোখে চোখ রেখে কবিতার মত উচ্চারণে জন্ম হলো কবিতা যার প্রতিটি চরণে শুধুই তুমি এবং তোমার চোখের জয়গান! ভালবাসা প্রেম কবির অনুভবে তোমার অনিন্দ্য চোখে পরাজয়।

________
লালমনিরহাট
২৮.০৮.২০২৪