ভালোবাসা যদি অপরাধ হয়
তাহলে সেই অপরাধ আমি
বারবার করতে চাই,
ভালোবাসা সে এক অনাবিল
পাওয়া আমি আমার কাছেই
শিখেছি, শাশ্বত শান্তি
অবিনাশী প্রেম যেখানে
লুকায়িত চিরন্তনের গান
আর সেটিই ভালোবাসা।

আমি না হয় হয়েই গেলাম
তোমার কাছে মস্ত বড়
অপরাধী, ভাবতে পার আমি
হয়ে গিয়েছি বিখ্যাত
ডাকাত! ডাকাত না হলে
কেমন করে করব লুট সমস্ত
তোমার মাঝে মধ্যে ডাকাত
হতে হয়।

অবিনাশী ভালোবাসা কাছে
যদি তুমি পরাজিত না হয়ে
থাক, যদি জীবনের সুখময়
অনুভূতিতে স্পর্শ নাই করে
থাক আমি কি শুধুই স্বপ্নে
হলাম তোমার প্রেমিক
পুরুষ।

ভালোবাসা কাছে আমি
পরাজিত এখানে
পরাজিতরাই জয়ি হয়,
ভালোবাসার কাছে পরাজিত
হবে সেটাইতো ভালোবাসা,
আজ আমি পরাজিত শুধু
তোমার কাছে আর তোমার
ভালোবাসার কাছে।।


__________
সম্পাদনা
০৫.০১.২০২৪