(অনুকবিতা)

প্রগাঢ় বিশ্বাস রেখো হে
প্রিয়তমা স্বপ্ন বাস্তবায়নের
জন্য চাই মানুষ সংগ্রামী
মানুষ, সংগ্রামীই সুন্দর
সংগ্রামীই সত্যি।

তুমি বিপ্লবী হও
বিপ্লব তোমাকে ডাকছে
মিছিলে মিছিলে প্রকম্পিত
করো রাজপথ,
তবেই আসবে দিন শুভদিন
হয়ে।