(অনুকবিতা)

ক্লান্ত হয়ে উঠে মন শরীর
ফিরে পেতে মাধুরীমাখা
স্পর্শ, দূরে গেলে তুমি
পিপাসা অনুভূত হলে
অক্সিজেন খুঁজে পাইনি;
তোমার শহরে দাঁড়িয়ে আছে
পায়ের চিহ্ন,
যেখানে মিলিত হয়ে নিঃশেষ
করে হৃদয় আকুতি।