পালে হাওয়া
যদি চাও পারি দেব এই পথ
তুমি নদী হও
সাতার কেটে মেটাবো তৃষ্ণা।
পালে হাওয়া
ছুটে নৌকা
লুকায়িত কামনা ঘিরে ধরে
শরীর,
মুঠো ভর্তি আলিঙ্গন তোমার।
পালে হাওয়া
নদী থেকে সাগর
মিশে থাকে প্রেম
শরীরে শরীরে
ভালবাসার গন্ধ
তাতে মিটে প্রেম ও প্রত্যাশা।