ঐযে মানুষ হেটে যায় জীবন জয়ের
সংগ্রামে, খুঁজে পথ সাম্যের, প্রগতির সংগ্রাম
যেন পথ চেনায়, ঐযে একদল মানুষ অন্ধত্ব
মেনে নিয়ে উল্লাসে মাতে ফিরে যায়
অন্ধকারে, ঐযে মানুষ প্রেমের কাছে সঁপে
দেয় জীবন ও ভালোবাসা, সবাই-ই মানুষ
কী? মানুষ খুঁজে একদল মানুষ বিরাট
লাইনে দাঁড়িয়ে অথচ মানুষ খুঁজে পায়না।
মানুষের জন্য সংগ্রাম সংগ্রামই মুক্তি,
ঐযে ডাকে মানুষ মহা সংগ্রামে যুথবদ্ধ
সংগ্রাম অনিবার্য মুক্তি এখানেও মানুষের,
ঐযে মানুষ মুক্তির পথ আঁকে পথে,
বাঁচলে মানুষ বিপ্লবেই বাঁচবে, সংগ্রাম
দেখায় পথ সংগ্রামে এসো মানুষ,
ঐযে মানুষ তোমায় ডাকে; সাম্যের গানে
মেলাও সুর নিশ্চয়ই আসছে বিপ্লব
মানুষেরই চির কল্যাণে।
_________
লালমনিরহাট রেলওয়ে স্টেশন
০৩.০১.২০২৫