নীলাঞ্জনা
তৃষ্ণা জাগাও তুমি
জেগে উঠে প্রেম  অনবদ্য তৃষ্ণা শরীরে মনে রক্তে লাগাও লাগিয়ে আগুন
তোমাকে জয় করবার মেটাও পিপাসা।

ভালোবাসার আসে
স্বপ্ন সুখ ছুঁয়ে দেখার,
ভালোবাসা চলমান নদী,
নদীর মতো চলমান জীবনে
কখনো বা অজান্তেই আসে প্রেম।

জীবনতো নদীর মতো-
আর দুজনেই ছুটে যায়
অবিরাম
মিলিত হয়ে যায় অরিন্দম আর তুমি নীলাঞ্জনা।

_________
সম্পাদনা
লালমনিরহাট
২০.০৯.২০২৪