যখন আমরা অন্ধকারে থেকে
আলোর সন্ধান করছি
তারুণ্যের আর্বিভাব যখন অস্পষ্ট
প্রগতি এগিয়েছে স্বমহিমায়
নির্দিষ্ট হয়ে আসে সংস্কৃতি!
এ কোন আলো
আমাদের আলোকিত করতে চায়?
কোন মোহে আমরা এগিয়ে যাই।
প্রকৃত আলো কি
আমাদের আলোকিত করবে না?
কষ্টের প্রহর শেষে
নতুন সূর্য কি আসবে?