যার অপেক্ষা স্বপ্ন
দেখেছিল মন
অবিনাশী বিশ্বাসে
ভালোবাসার,
কি অপরূপা তুমি
মধ্যে রাতে জাগিয়ে রাখে
কবিতা তখন হয়ে উঠে
প্রেমিক
তোমার নরম হাতের স্পর্শ
অনুভবে।