কালো মেঘগুলো ঢেকে দেয়
সূর্যকে প্রচণ্ড শীতে আলুথালু
এই জনপদের মানুষ, আলো
চাই বলে গেয়ে উঠে একদল
পাখি সূর্যের আলো চাই।
মানুষের কণ্ঠে আওয়াজ নেই
প্রকৃতি যেন খেলে নিষ্ঠুর
খেলা অসহায় মানুষ
পশুপাখি, রাস্তায় পরে থাকা
সেই মা বুকে লুকিয়ে প্রিয়
সন্তান তারও চাই আলো
সূর্যের আলো।
আলো আঁধারের এই খেলা
কিন্তু জয়ী হতে চায় মানুষ
মানুষ বরাবর জয়ী হয়
পরাজিত করে অনামিসা,
বরফ জলে থমকে আছে
মাছ আর নদীর প্রাণি ওদের
যে আলো চাই।
___________
১৩.০১.২০২৪