নীলাঞ্জনা
যদিও বলছো বারবার ভুলে যেতে তোমাকে, চাইলে কি আর ভুলে যাওয়া যায়? অবিরাম চেষ্টা করে দেখতে পারো দেখোনা তুমি যেতে পারো কিনা; সবকিছু ভুলে যাওয়া যায়না এটাই সত্যি এবং চিরন্তন।
নীলাঞ্জনা
ভালোবাসা সে এক অবিনাশী পাওয়া, ভালোবাসা যেমন অনুভব করে বুঝতে হয় আর যাকে অনুভব হৃদয়ে বারবার সেটি যে প্রকৃত ভালোবাসা, যতই ভুলে যেতে বলো কিংবা ভুলে যেতে চাও আসলে তা মানুষ কখনো ভুলতে পারেনা।
নীলাঞ্জনা
যতই দূরে রাখতে চাও ভুলতে বলো আমিতো তা পারিনি সব যে ভুলে যাওয়া যায়না; অবিনাশী প্রেম একটি স্বপ্নের সঠিক উচ্চারণ ভালোবাসা আর তাকে ভুলতে পারা যায়না, অনিন্দ্যসুন্দরে যে প্রেম সৃষ্টি হল যে স্বপ্ন রাঙিয়ে দিল মন যদই বলো তাকে যে ভুলতে পারবো না।