নীলাঞ্জনা
তোমার স্বপ্নের পথ ধরে
আমিও পথ চিনতে চাই-
অনিন্দ্য আয়োজনে নিজেকে মেলে ধরে
জীবনকে উপভোগে খুব কাছাকাছি প্রশান্তি
কামনায়,
শুভময় দিন আসবে সমস্ত
মানুষের মাঝে সাম্যের চির আনন্দে
নেচে উঠবে গ্রাম
থেকে গ্রামে সুখময় বাতাসে
কৃষক আর
কৃষাণি হাসতেই থাকবে
প্রাণবন্ত।
_________
সম্পাদনা
লালমনিরহাট
২১.০৯.২০২৪