(সাংস্কৃতিকজন কামনা ভট্টাচার্যকে নিবেদিত)

নীলাঞ্জনা
তোমার দেয়া কষ্টগুলো রেখে দিয়েছি যত্ন করে; তুমিই বলেছিলে ভালোবাসো  অবিনাশী প্রেমে অথচ তোমার দেয়া কষ্টগুলো এখন পাষাণসম যা বুকের উপরে চেপে বসে আছে।

নীলাঞ্জনা
তোমার দেয়া কষ্টগুলো রেখে দিয়েছি কষ্টরা আর কত কষ্ট দেবে! আমিও তোমার অপেক্ষায় থেকেছি একসময় স্বপ্ন দেখিয়েছিলে বলেছিলে ভালোবাসো যা এখন দুঃস্বপ্নে পতিত।

নীলাঞ্জনা
বাস্তবতায় এবং জীবন জয়ের গানে তাহলে তুমি এসেছিলে কেন সে সময়? জানি প্রশ্ন করে লাভ নেই! তবুও প্রশ্নরা আমাকেই প্রশ্ন করে কিন্তু জানা নেই;
তোমার দেয়া কষ্টরা আর কতবাই কষ্ট দেবে বলো।

_____
সম্পাদনা
১৩.১০.২০২৪
বিজি প্রেস স্টাফ কোয়ার্টার,
তেজগাঁও
ঢাকা-১২০৮