নীলাঞ্জনা
শত ক্লান্তি মাঝে যখন তোমার মুখটা দেখি ঠিক তখনই দূর হয় সমস্ত ক্লান্তি; অজানা শিহরণ ভর করে শরীরে মনে, আনন্দ বাতাস এসে ছড়িয়ে দেয় চারদিক।

নীলাঞ্জনা
তোমার চোখের দিকে তাকাতেই হৃদ স্পন্দন বেড়ে যায়, বেড়ে যায় রক্তের প্রগাঢ়তা; চোখতো নয় যেন সমুদ্র যেখানে খুঁজে পাই প্রশান্তি! ভুলে যাই সমস্ত ক্লান্তি।

নীলাঞ্জনা
আজ যখন তোমাকে দেখলাম মনের মাধুরী দিয়ে, অসাধারণ তুমি যেন অবিনাশী কবিতা যার প্রগাঢ়তা খুঁজে কখনো ক্লান্তি গ্রাস করবেনা কোন কবিকে।

নীলাঞ্জনা
কবিতার মতো উচ্চারিত হয় তোমার সমস্ত লাবণ্য আর মুগ্ধ হয়ে মুখ দিয়ে উচ্চারিত হয় অবিনাশী সব কবিতা, সত্যিই তুমি  অসাধারণ নীলাঞ্জনা কবি ও কবিতার মতো।

_________
সম্পাদনা
লালমনিরহাট
০৮.১০.২০২৪