নীলাঞ্জনা
ছুঁয়ে দেই হাত হৃদয়ের আলিঙ্গনে,
একটু একটু করে মিশে যাই প্রগাঢ়তায় পরম বিশ্বাসে এই সময় কাটুক শুধুই উপভোগে।
নীলাঞ্জনা
রক্তের প্রগাঢ় আহবান ঝড় উঠে প্রতিটি কণিকায় এসো মাধুরীমাখা অনুভূতিতে আজ জয়ী হোক শুধু ভালোবাসা।
নীলাঞ্জনা
ছুঁয়ে দেই হাত
ভালোবাসার বিশ্বাসে হৃদয়ের আলিঙ্গনে, পরাজিত হই; ঘাস যেমন শিশিরের কাছে তৃষ্ণা মেটায়
মনে হয় সে রকম অনুভূতি তৃষ্ণা জাগে সমস্ত শরীরের ভাজে ভাজে।
নীলাঞ্জনা
এই প্রগাঢ়তা জাগিয়ে দেয় প্রেমিক বেশে তোমার বিরহে
এসো প্রাণপ্রিয় সখি আজ জোছনার প্লাবনে ভিজি দুজনা প্রমোদে আমোদে।
নীলাঞ্জনা
শুভময় সরল অনুভবে আবিষ্কার করি লুপ্ত হয়ে থাকে অবিনাশী গান, সাজানো সংসার, মোটা ভাত ফসলি জমি আগত আমাদের প্রজন্ম।
নীলাঞ্জনা
ছুঁয়ে দেই হাত হৃদয়ের আলিঙ্গনে, একটু একটু করে মিশে যাই...
__________
বিক্রমাদিত্য গুপ্ত
সম্পাদনা
লালমনিরহাট
১৮.০৯.২০২৪