নীলাঞ্জনা
শুণ্য থেকে শুরু হোক সবকিছু, পুড়ে
যে গিয়েছে সব, আবার ফিরে এসেছে
কৃষ্ণপক্ষ; এসো নতুন
করে শুরু করি, জ্বলে পুড়ে
গেছে মন তবুও বলি
এসো শুণ্য থেকে শুরু করি।

নীলাঞ্জনা
অনুভব তবে কি পুড়ে জ্বলে
শেষ এই শহর এইযে
অট্টালিকা কেন সবুজয়তা
শুণ্য! সব থেকেও তবুও যেন
কিছু নেই, এসো শুণ্য থেকে
শুরু করি প্রেমময় অবগাহনে।

নীলাঞ্জনা
এসো শুণ্য থেকে শুরু করে এগিয়ে গিয়ে
একটা স্বপ্ন নির্মাণ করি;
সাহসী স্বপ্ন যদিও আজকাল
দুঃস্বপ্ন গিলে খায় সবকিছু
তবুও বলি এসো শুরু করি,
নতুন দিনের স্বপ্ন দিনবদলের
গান সাম্যের চির নতুন গানে।

নীলাঞ্জনা
এসো শুরু করি প্রগতিময় জাগিয়ে তারুণ্য
প্রেম ভালোবাসা, নন্দিত স্পন্দন
জাগুক মনে, চল নতুন করে
শুরু করি, আগ্নেয়গিরি
বুকের কোণে জ্বলে উঠবার
এখনি উপযুক্ত সময় জ্বালিয়ে সব
পুড়িয়ে সব, চল জ্বলে উঠি।।

___________
সম্পাদনা
লালমনিরহাট।
২২.১২.২০২৪