নীলাঞ্জনা
যদি ভুল বুঝো তবে পরাজিত হয় ভালোবাসা জয়ী বিরহী কাজরি, তোমার প্রাণবন্ত উপস্থিতি জাগে তৃষ্ণা বুকের ভেতর, আসে প্রেম বিপ্লবী প্রেমিকের মতো।

নীলাঞ্জনা
অনুরাগে লুকিয়ে গেলে কষ্ট এসে জুড়ে এই কুঁড়েঘরে, ভুল বুঝে দূরে গেলে বেড়ে যায় দূরত্ব তৈরি হয় দূরত্বের দেয়াল আর পরাজিত হয় ভালোবাসা; আর সেই ভালোবাসা যা তুমিই শিখিয়েছিলে।