নীলাম্বরী
অসাধারণ কিছু খুঁজতে গিয়ে যতবার
পরাজিত হয়েছি বিশ্বাসের কাছে; অবিশ্বাস
ঘিরে আসে চারপাশ, প্রেমিক সেজে আর
লাভ কি বলো।

নীলাম্বরী
ভালোবাসার কাছে পরাজিত হতে চেয়ে
কত-না রাতজাগা পাখি হয়ে অপেক্ষায়
থেকেছি, রাতজাগা পাখি হতে কারও কী
ভালোলাগে?

নীলাম্বরী
অপরাজিত থাকতে চেয়ে পেরেছ কী?
জীবনের কাছে কিংবা মনের মানুষ খুঁজে?
প্রেম এসে যাযাবরের মত ফাঁকি দিয়েছে
বারংবার! ভালোবাসা বুঝি এমনিই।

________
সম্পাদনা
লালমনিরহাট।
১৬.০১.২০২৫