নীল শাড়িতে তোমায় সত্যিই
অসাধারণ লাগে নীলাঞ্জনা,
অনিন্দ্যসুন্দরে লুকিয়ে থাকে
তোমার অপরূপ, মুগ্ধতা
ছড়িয়ে দাও চারপাশ মুগ্ধ
আমিও তোমাকে দেখে।

নিদারুণ কষ্ট ভুলে যাই তুমি
এলে পাশে নিজেকে
আবিষ্কার কবি রূপে, তুমি
আমার কবিতা হবে
নীলাঞ্জনা? যার প্রতিটি
লাইন জুড়ে থাকবে তোমারই
অবস্থান আর তোমার
জয়গান।

নীলাঞ্জনা আনন্দ হাসিগানে
এসো জয় করি আমাদের
সমস্ত যদি তুমি পাশে থাকো
তবেইনা পরাজিত হয় সব
দুঃখ কষ্ট আর আমি হয়ে
উঠি কবি লিখি তোমার
ভালোবাসার জায়গান।

____________
লালমনিরহাট
২৫.০২.২০২৪
সন্ধ্যা: ৭টা ৪০মিঃ