নীলাঞ্জনা
এখন আর স্বপ্ন দেখিনা
কোন স্বপ্নে রাঙাইনা নিজেকে;
যখন প্রথম স্বপ্ন দেখেছিলাম
ভালোবাসার আলিঙ্গনে যদি
কষ্টেই রাখবে তবে
ভালোবেসেছিলে কেন? কেনইবা
হৃদয় স্পর্শ করেছিলে-
ভালোবাসার ছলনায়।

প্রেমময় ভূবণে বলেছিলে
বেঁধেছিলে ভালোবাসা, হ্যাঁ দেখায়
তুমি যেমন চেয়েছিলে আমি
ছিলাম সেই আগের মতই যা তুমি
প্রথম দেখায় দেখেছিলে;
বদলাতে পারিনি দিনবদলের
হাওয়ায়।

ছুঁয়েছি প্রেম ছুঁয়ে অনন্ত বিশ্বাস,
দেখতে চেয়েছি সুখ ছুয়ে দেখার
অবিরাম ইচ্ছায় যদিও তুমি নেই
তাতেইবা কি; নিজেকে সত্যিই
বদলাতে পারিনি বদলের হাওয়া
আমাকে একদম স্পর্শ করেনি!
তুমি আছো বহুদূরে দূরত্বের
দেয়াল ঘেঁষে প্রেমে আসলেই
পরাজয় আছে কী?

__________
লালমনিরহাট
১০.০৯.২০২৪