অনুকবিতা


নিদারুণ কষ্ট ভুলে
এসেছি তোমার শহরে
দেখা হোক পরম সোহাগে
অনিন্দ্য বাতাসে ভুলে যাক বিরহ
তাইতো বলি: ভালবাসি ভালবাসি।