কতটা পথ হাটলে ক্লান্ত হবো, কতগুলো স্বপ্ন
দেখলে সে স্বপ্নের বাস্তবায়ন হবে? মানুষ
বলে স্বপ্ন দেখি, হাটি পথ যদিও পথের শেষ
প্রান্তে কেউকি অপেক্ষা করছে তাও জানা
নেই।

দিনবদলের স্বপ্ন যারা দেখাতে তাদের
আমরা চিনি নিশ্চয়ই; আশাহত হইনি বলে
এগিয়ে যেতে চাইছি এই পথ ধরে-
যে পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে সাম্য
প্রগতি আর শান্তি।

তবুও এগিয়ে যেতে হয় জীবনের প্রাপ্তি
মিটিয়ে সোনালী দিন অন্ন বস্ত্র বাসস্থান
নিশ্চিত হবে, মানুষ তার সামান্যতম চাহিদা
পূরণ করতে পাবে বলেই নেমেছি পথে।  




_________
চকজাদু, বগুড়া।
০৮.০১.২০২৫