বিক্ষিপ্ত স্বপ্নগুলো একদিন
জোড়া দেবো ছোট ছোট
স্বপ্নগুলো নিয়ে সাজাবো
প্রগাঢ় স্বপ্ন, এখানে তুমি এবং
আমরা সবাই মিলে যে
স্বপ্নের অপেক্ষায় আছি।
ঘুম আসুক গাঢ় ঘুম কতদিন
ঘুম আসেনি এই চোখে!
আসবে বলে আসেওনা
শেষরাতের সাহসী স্বপ্নগুলো,
তুমি কি স্বপ্ন দেখো
দিনবদলের, সাম্যের চির
আনন্দের।
অপ্রকাশিত কবিতার মতো
উচ্চারিত কোন সে কবিতা
জাগিয়ে রাখে তোমাকে?
আমিতো বলি হে নীলাঞ্জনা
তুমি কবিতার মতো উচ্চারিত
হও; নান্দনিক কবিতা এখন
যে বড় প্রয়োজন।