অপ্রকাশিত কবিতার মতো
উচ্চারিত কোন সে কবিতা
জাগিয়ে রাখে তোমাকে?
আমিতো বলি হে নীলাঞ্জনা
তুমি কবিতার মতো উচ্চারিত
হও; নান্দনিক কবিতা এখন
যে বড় প্রয়োজন।