নীলাঞ্জনা
এখনো স্বপ্ন দেখি এখনো
গান গাই দিনবদলের,
সাম্যের গানে প্রান্তিক মানুষ
স্বপ্নময়ী, আমি তাঁদের জন্য
সাজাই আগামীর স্বপ্ন,
তুমি কি সেই স্বপ্নের সারথি
হতে আসবে?
অপেক্ষা তোমার, সেই
প্রান্তিক মানুষগুলো যারা
দিনবদলের গানে বেঁধেছে
সুর, তুমিও এসো তাঁদের
দলে, মানুষের চির কল্যাণে।
নীলাঞ্জনা
অনিন্দ্য প্রকাশে যে আহবান
মুক্তির মিছিলে মানুষ, যাদের
স্বপ্নের বিনিময়ে সাম্যের চির
আনন্দে যুথবদ্ধ সবাই, তুমি
এসো এই মিছিলে-, অপেক্ষা
তোমার; প্রান্তিক মানুষের
আনন্দ উপভোগের জন্য চাই
সংগ্রাম, অবিনাশী প্রেম
মূল্যবোধ জাগানো কৃষক,
এদের সম্মিলিত উচ্চারণে
মিলবে মুক্তি।
নীলাঞ্জনা
মুক্তির মিছিল শুরু হচ্ছে
সাম্যের পতাকা হাতে শত
শত মানুষ, অপেক্ষা শুধু
তোমার; তুমি আসলেই
শ্লোগানে শ্লোগানে মুখরিত
হবে এই জনপথ শাশ্বত
শান্তি, মানুষের মৌলিক
চাহিদা নিশ্চিত সুন্দর
আগামী, সব বিষয়ে একটা
জোড়ালো আন্দোলন,
অপেক্ষা এখন শুধু তোমার,
তুমি এলেই ছড়িয়ে যাবে বিপ্লব।
________________
লালমনিরহাট
২৩.০৬.২০২৪