অন্ধত্ব মেনে নিয়ে পদযাত্রা,
সেখানে আলো থাকতে পারে কী? অন্ধকার ঘিরে এই ঘর,
এই সংসার, দেশ এবং
মানচিত্র! আলো ডাকে বিপ্লবে
সাম্যে, চেতনায় শানিত কর হে
আলো, অন্ধকারের আলো হতে
খুঁজে যদি পেয়ে যাও
দিনবদলের গান, প্রগতি আসবে
একটুমাত্র অপেক্ষা সাম্যের গানে
মেলাও সুর, আসছে বিপ্লব
মুক্তির চিরনতুন ডাকে।




_______
লালমনিরহাট
১৬.০৭.২০২৪