তুমি বল লুট হয়ে যায়
শেষরাতের সাহসী স্বপ্ন
এখানে যারা বেঁধেছিল
দিনবদলের স্বপ্ন জয় করতে
নতুন দিন তারা আশাহত
হয়না অপেক্ষা করে শুভদিন
শুভ সময়ের, এই ভেবে
নিয়োজিত রাখে
নিজেকে শুভদিন একদিন
আসবে।
স্বপ্ন এবং দিনবদলের গান
সত্যিই কি লুট হয় কিংবা লুট
করে নেওয়া যায়? স্বপ্ন যে
অবিনাশী পথের উচ্চারিত
গান প্রাণের আকুতি মেশানো
উচ্চারণ তাহলে লুট হয় কি
করে; সংগ্রামে থাকতে হলে
যূথবদ্ধ হও তবেই মিলবে
মুক্তি।
শুভদিন আসবে যদি তুমি
নিয়োজিত থাক সংগ্রামে,
লুটেরার দল যতই লুট করুক
প্রকৃত যোদ্ধাদের স্বপ্ন লুট
হয়না; অবিনাশী স্বপ্ন কিংবা
সংগ্রাম সঠিক পথ ধরে
চললে তুমি আবার সাজাবে
স্বপ্ন যে স্বপ্ন নিয়ে যায়
অনিন্দ্যসুন্দরে বিশ্বাস রাখো
নিজের প্রতি মুক্তি তোমার
আসবেই।