অন্ধকার গিয়ে খায় সমস্ত
বুকে ভেতর চেপে বসে
কৃষ্ণপক্ষ, আলো নেই
কোথাও আলো আঁধারের
খেলায় পরাজিত হয় আপন
সত্ত্বা তবু মিথ্যে শ্লোগানে
কাঁপে রাজপথ, মানুষ খুঁজে
খুঁজে পাওয়া যায়না মানুষ।

অন্ধকার জয়ী হবে ভেবে চুপ
হয়ে যায় মনুষ্যত্ব, মুখেই শুধু
বলি আলো চাই আলো চাই
বলে প্রকৃত আলো আসবে
কি? আলো আনতে চাই
বিপ্লব তবেই আলো পাবে
খুঁজে তৈরি হতে হবে প্রকৃত
সংগ্রামে।

মুখোশের আড়ালে যারা
লুকিরে থাকে তাকে
উন্মোচিত করো সকলের
সামনে আসল রুপ দেখিয়ে
দাও এদের তবেই বুঝবে
এরা কারা! মুক্তির জন্য
এগিয়ে যাও, আলো আসবে
খুঁজে আনো সেই আলো।