চুপ করেই রয়েছি মেনে নিয়েছি তুমি এবং তোমরা যা চাইছো; আমাদের চুপ থাকাটা তোমাদের অনেক সুখ এনে দেয় নিশ্চয়ই?
এভাবে আর কতদিন বলতে পারো? যখনিই দেশ সংকটে পড়ে তখনিই তোমাদের মুখোশটা বেরিয়ে আসে! কি ভয়ংকর তুমি এবং তোমরা; সত্যিই যেন অমাবস্যা, আমাদের গিলে খেতে চায়, বুকের ভেতর চাপিয়ে দিতে কৃষ্ণপক্ষ ও পাষাণ।
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিন্তু আমরা বুক চাপড়িয়ে চিৎকার করে সমস্বরে বলে উঠি আমরা তোমাদের চিনি; পূর্বেও চিনিছি এখনো চিনছি, আর কত নিলজ্জা হবে তোমরা? মানুষ তোমাদের আর মেনে নেবেনা, হ্যাঁ তোমরাই রাতের নিগুঢ় কাল অন্ধকারে আমাদের স্বপ্নগুলো নস্যাৎ করছো বারংবার, তোমাদের আমরা চিনি, ভালো করেই জানি।
_________
লালমনিরহাট
২৯.০৭.২০২৪