উৎসর্গ: কবি জ্যোতি আহমেদ
ইচ্ছে গুলো মাটিচাপা পড়ে
প্রতিনিয়ত এখানে যাযাবর যেন
স্বপ্ন,সময় এবং মানুষ; মৃত্যুকে
বড় ভালোবেসে আলিঙ্গন যুদ্ধ
নামক যুদ্ধ-যুদ্ধ খেলা,
মানুষ কি কখনো মানুষ ছিল?এরকম প্রশ্নের জন্ম হবে
প্রতিমুহূর্তে।
কাল মাটির পাহাড়ে আত্ম স্বর
খুঁজেতে কান পাতে একদল
মানুষ, আজকাল যাযাবর
দিনরাত্রি নিয়ে বসবাস, সময়
দুঃসময় হয়ে গিলে খায় মনুষ্যত্ব
ভূলন্ঠিত মা, জননী, সন্তান, আর
প্রিয়তম পিতা।
কবি দেবদাস সেজে লুকিয়ে
রাখেন আপন স্বত্বাধিকারীর
চুপচাপ নিজেদের বিক্রি করতে
দেউলিয়া সাজে, কবিতারা
জ্যোৎস্নার প্লাবনে অবগাহন-
করেনা; ভিজতে চায়না বৃষ্টিজলে!
আর পা'য়েও মাখেনা কাদামাটি,
সময় দুঃসময় হয়ে দাঁড়ায়নি
মানুষ নামক একজন মানুষ কবি
হতে চাইলেও বাঁধা হয়ে দাঁড়াবে
কৃষ্ণপক্ষ।
অন্ধত্ব মেনে নিয়ে আলোকে-
আবিষ্কার সত্যিই সম্ভব কিনা
জানেনা কবি ও কবিতা; মানুষ
খুঁজে দাঁড়ায় লম্বা লাইনে কিন্তু
এখানে মানুষ খুঁজে কেউই-
পেয়েছিল কবে? না এখানে আর
কোন আলো নেই, আর সত্যিই
কোন মানুষও নেই।।
________
০৯.১১.২০২৪
সমরিতা মেডিকেল কলেজ,
লাভ রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮