নীলাঞ্জনা
পেটে খিদে পেলে ভুলে যাই
তোমার ঘ্রাণ,
সে মোটাভাত হোক; পেটে গেলেই সব শেষ।

নীলাঞ্জনা
অমাবস্যা অন্ধকার গিলে খায়,
এখানে যুবতীর আলো গৌণ
সবই গিলে খেলে থাকে কি
তার কোন স্বাদ।

নীলাঞ্জনা
আলো আঁধারের এই খেলা
তাতে মিটে লাম্পট্যের তৃষ্ণা
কিন্তু তবুও বলো যদি ভালো;
তুমি তবে পরাজিতা হয় সত্যিটা।





_______
সম্পাদনা
১৬.১০.২০২৪
লালমনিরহাট।