নীলাঞ্জনা
শ্বাশত সুন্দরে যে প্রেম মনের
গহীনে সৃষ্টি হয়, তাতে দুটি
মানুষের মনের মাধুরী মেশানো
উচ্চারণ হলো ভালবাসা; নদীর
মত চলমান জীবনে এখানেই জয়
করে শাশ্বত সত্যি হলো প্রেম এবং
তার উপলব্ধি সেটিই ভালবাসা,
তাকে কি করে ভুলে থাকা যায়?
প্রশ্ন জন্ম হয় মনের ভেতরে কিন্তু
উত্তর দিয়ে দেয় প্রেম এবং
দুজনার অনুভূতি, তুমিতো
জাগিয়েছো প্রেম যা তোমাকে
ঘিরে জন্ম হয়েছে তবে দূরে চলে
গিয়ে লাভ কি বলো?

সম্পাদনা
লালমনিরহাট
০৪.০৭.২০২৪