সুতৃষ্ণা
ছুঁয়েছো হৃদয়
আকাশকে যেমন ছুঁয়ে দেয়
মেঘ, মন আর শরীর
মাঝখানে অনুভূত করে
তোমার ভালবাসা, তুমি ছুঁয়ে
দিলেই মেটে প্রেম আর মনের
তৃষ্ণা।
কি অসীম তুমি যেন
অবিনাশী কবিতা
যার প্রগাঢ়তা খুঁজে দেখে
আকাশ আর মেঘ আবিষ্কার
করেছিল প্রশান্তির বৃষ্টি।