নীলাঞ্জনা
মোহ ভেঙে গেল এত তাড়াতাড়ি;
স্বপ্ন মিথ্যে ছিল এখনো কি
স্বীকার করতে কষ্ট হয় তাদের?
অন্ধত্ব মেনে নিয়ে কোন আলোর
ভাসাতে চাইছিলো, একথা ভুলে
গেলো এতো সহজে; মানুষ
স্বপ্নের হেটে প্রতিমুহূর্তে রঙিন
কিংবা সাদা স্বপ্ন বাস্তবতা এটাই
সত্যি; স্বপ্নের সাথে মিলিয়ে তৈরি
হয় বাস্তবতা।

নীলাঞ্জনা
প্রেমিক হত্যার উৎসবে যারা
অংশ গ্রহণ করলো তাদের কি
করে মানুষ বলি; তুমিও কি
তাদের মানুষের দলে রাখতে?
মানুষের কাতারে গিয়ে মানুষ
খুজে দেখেছো কখনো?
পেয়েছিলে মানুষ? যাদের
জীবনের শেষ সমাপ্তিতেও মানুষ চির-কল্যাণে, সাম্যের চির
আনন্দে খুঁজে পথ প্রেমের গানে
মানবতার জয়ে।

নীলাঞ্জনা
স্বপ্ন এবং বাস্তবতা মিলিয়ে একটা
জনযুদ্ধ আমাদের সাম্যবাদী
আন্দোলন কোন রূপকল্প নয়,
মুক্তির পথ, পথটা খুঁজে তুমিও
এসো এই আন্দোলনে-, মুক্তি
পেতে সংগ্রামী হও যুথবদ্ধ
সংগ্রাম এনে দেবে পথ আর সেই
পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে
একজন বিপ্লবী, বিপ্লব এনে দেবে
মুক্তি, তুমিও বিপ্লবী প্রেমিকের
মতো বিপ্লবী হও।

________
লালমনিরহাট
১৮.১১.২০২৪