নীলাঞ্জনা
খুঁজে ফিরি তোমার
ভালোবাসা যেথায় লুকিয়ে
থাকে প্রেম অনন্ত জাগানিয়া
গানে,
তুমি আর আমি এখানেই
মিশে থাকি অনন্তকাল।
নীলাঞ্জনা
সবুজ নীলিমায় পাখির গানে
দূরের গাঁয়ে বঁধু সোনালী
ফসলে খুঁজে নেই প্রেম
তেমনি তুমিও জাগাও প্রেম
এখানে প্রেমিক হয় মুগ্ধতায়।