(অনুকবিতা)

নিজেকে প্রশ্ন করে
উত্তর পাইনি-
কতখানি ভালবাসতে
আমাকে?
অথচ তুমি
প্রশ্ন করার আগেই
উত্তর পেয়ে যেতে
-আমার সমস্ত অস্তিত্বে
মিশে আছো তুমি।