(অনুকবিতা)

বিরহী মন
বিরহী বাতাস তুমি,
কামাক্ত শরীরে আসে শান্তি
যদি তুমি আসো
মধুময় ছন্দে,
নীলাঞ্জনা আসলেই তুমি
প্রশান্তি বাতাসে মৃদু ঝড়।