বৃষ্টির চেনা ছন্দ গুলো আজ কেন জানি অন্যরকম, চেনা অথচ বদলে গেলো কি করে; সত্যিই আকাশ কাঁদে এ কোন বিষাদে?

অন্ধকার ডান পাশে বাম পাশে আলো মাঝকানে বয়ে গেছে যে রাস্তাটি সেটিও অন্ধকার আর আলোর মাঝ বরাবর, দুটো কিন্তু এক নয় ভেবে পা ফেলতে না পারলে জয়ী হবে অন্ধকার।

মিলিয়ে নিতে হবে পথ, যে পথে অপেক্ষমান নতুন দিন নতুন মতবাদ, শুধু চেনাজানা একমাত্র আমাদের কাছে, অতীত ভুলে গেলে পরাজয়ের গ্লানি বয়ে যেতে হবে অনন্তকাল; তাই বুঝি বৃষ্টির আজ বেসুরা সুর।



_________
লালমনিরহাট
০৬.০৮.২০২৪