অপেক্ষা তোমার আসবার
সেই অপেক্ষায় তুমিই
রেখেছিলে,
যদিও অপেক্ষা স্বপ্ন দেখাবে
বলে অপেক্ষায় থেকেছি,
সব অপেক্ষাই যে স্বপ্ন
দেখাবে তারও কোন
নিশ্চয়তা নেই, অপেক্ষা
এখন দুঃস্বপ্নময়।

এখন আর স্বপ্ন দেখতে
চাইনা যে স্বপ্ন দুঃস্বপ্নে
পরিণত তাকে এখন
প্রয়োজন নেই;
অপেক্ষা আর অপেক্ষা নয়
মিছে কেন সেই অপেক্ষা,
অনন্ত পথ যদিও একাই
পাড়ি দিতে হবে তবে
কেনইবা কারও জন্য শুধুই
অপেক্ষা।