এখনো অপেক্ষা করছো
তাহলে কেন যে অপেক্ষা
করো বুঝিনা! সে আসবে
বলেছিলো তবে নাকি মিছে
অপেক্ষা করছো, সব
অপেক্ষা স্বপ্ন দেখায় কি?
দুঃস্বপ্নে পতিত হয় অপেক্ষা
কেন বুঝতে চাইছোনা।
বাস্তবতা মেনে নাও তবেই
মঙ্গল হবে মিছে অপেক্ষায়
থেকো না এবার থামো; ভুল
অপেক্ষা কষ্ট দেবে ভুলে
যেওনা, অপেক্ষা যদি স্বপ্ন
দেখায় এখানে জয়ি হয়
প্রগাঢ় ভালোবাসা; কিন্তু
তোমার অপেক্ষা সঠিক নয়।
তবুও অপেক্ষা তবুও স্বপ্ন
দেখা, প্রগাঢ় আলিঙ্গনে
জাগায় কামনা ছুঁয়ে দেখে
প্রেম মনের জানালা খুলে,
প্রেমতো দখিণা বাতাস যেমন
দোলা দেয় খুঁজে নেয় মনের
মাধুরী প্রশান্তি বাতাসে
আপন করে প্রেম সেই
অপেক্ষা যদি মিছে না হয়।