এক.
মনের জানালা খুলে আহবান
করলে সারা দিয়েছি সেই
আহবানে, খুঁজে নিয়েছি
ভালবাসা, মনে হল আমার
মরুময় বুকে এনেদিলে
তৃষ্ণার জল, তুমিতো সুতৃষ্ণা
মেটালে তৃষ্ণা।
দুই.
জীবনকে যদি জয় করে
থাক পরম সুখে যদি
আত্মজয়ে নিজেকে বন্দি
রাখো তবে অপরাজিত হবার
ভয় থাকে, যদি সুখ খুঁজে
দেখ তোমারই জয়গানে সেই
গানে আর সুর আসবেনা
কোনদিন।
___________
লালমনিরহাট
১৮.০৪.২০২৪