সময় বড় কঠিন তারচেয়েও
কঠিন তুমি এতকাল
পাশাপাশি তবুও অচেনা,
ভালোবাসা আছে নাকি নেই?
ভালোবাসা তার মাঝে দূরত্ব
একটিমাত্র দেয়াল সময়
কঠিন যেন দুঃসময়।
তবু কেন এই ভালোবাসা তবে কি
সবই লোক দেখানো নাকি নিয়ম
রক্ষা? তবে কি ভালোবাসা-
ভালোবাসা খেলা? ভালোবাসা
সেও তবে অবিনাশী দূরত্ব শুধু
মাঝখানে একটিমাত্র দেয়াল,
সমাজ-সংসার মেকি আত্মীয় না-
কি বন্ধন, ভালোবাসা তাকেও
বলবে; সময় সত্যি বড় কঠিন।
এই সময় এই যে দুরত্ব আর
লোক দেখানো ভালোবাসা,
সময় ফুরোয় তবুও থেমে
থাকে অস্থির সময়, সমাজ
আর সংসার মাঝে অভিমান
অভিনয় পাশাপাশি তবুও
অচেনা মানুষ অচেনা আপনজন।
_=_=____=
সম্পাদনা
লালমনিরহাট।
১৮.১২.২০২৪