প্রতি সেকেন্ডে রক্তক্ষরণ
হৃদপিন্ডে; আতকে উঠে মন
বিষাদ অন্ধকারে; রক্তক্ষরণ
মগজে, অন্ধকারাচ্ছন্ন ভয়ানক
কৃষ্ণপক্ষ মিশে সমাজে, কথা ও
কবিতাগুলো ক্রমশ মাত্রা বিহীন,
ধোঁয়াশার মাঝে কথোপকথন
শেষরাতের দুঃস্বপ্নে পরাজিত
হলে গিলে খায় সমস্ত তোমার
রক্তলাবন্য।।
__________
০৮.০৯.২০২৪