অপেক্ষা স্বপ্ন দেখায়,
স্বপ্ন জীবনকে এগিয়ে নেয়,
তুমি স্বপ্ন হলে আমি হই
জীবন, এই দুই মিলিয়ে চলুক
দিন, স্বপ্ন আসুক ভাঙা ঘরে,
আগত প্রজন্মকে
দিতে হবে প্রগতির আলো,
শাশ্বত স্বপ্নে শান্তির
প্রয়োজনে এসো স্বপ্নের পথে
হেটে যাই।

নদীর মতো চলমান জীবনে
তুমি সুখ খুঁজতে চাইলে আর
আমি সুখ ছুঁয়ে দেখতে
চাইছিলাম! তুমি বললে
আসুক না সুখ তবেই সবটা
মিলাবো, জীবনের
প্রয়োজনে চাই মানুষ, মানুষ
জন্য চাই প্রগতি।

আমি ভয় পাই যদি তপ্ত
রোদে পুড়ে যায় স্বপ্নের বীজ;
স্বপ্ন পুড়ে গেলে নতুন বীজ
খুঁজে পাবো কোথায়? তুমি
জোর দিয়েই বলো আমিতো
স্বপ্ন তুমি তার স্বপ্ন বীজ, এই
ঘর এই সংসার যেখানে
মিলিয়ে দেয় দিনবদল।

চিরনতুনে গান লুকিয়ে থাকে
সাম্যে প্রগতিতে স্বপ্ন বদলে
দেয় আগামী, যেখানে মিলায়
মানব প্রেম, প্রেমই পারে
মুক্তি দিতে শ্রম আর ঘামে,
একসময় দুজনেই বলে উঠি:
এসো মানুষের কাতারে গিয়ে
মানুষ খুঁজি।

_____________
লালমনিরহাটে
১২.০৬.২০২৪