আমি মানুষের কাছে গিয়ে
মানুষ খুঁজি,
এইযে লম্বা লাইন এতো
মানুষ তবু মানুষের কাছে
গিয়ে মানুষ খুঁজি, যে অনাহারী
মানুষকে মুক্তির গান শুনিয়ে
যে স্বপ্ন দেখিয়েছিলে তোমরা
আমি তাদের মানুষ ভাবিনি
কখনো, ওরা লুটেরা
আমাদের শেষ রাতের সাহসী
স্বপ্নগুলো বিক্রি করেছে
কালো নিগূঢ় অন্ধকারে, হ্যাঁ
আমি মানুষের লাইনে
দাঁড়ানো মানুষ গুলোর কাছে
গিয়ে মানুষ খুঁজি।

_________
লালমনিরহাট
০৩.০৫.২০২৪