নদীতে নেমে
শরীরের উষ্ণতা টের পেলো
যুবতি, সময় যদিও হয়ে উঠে
দুঃসময়।
খুঁজে ফিরি দেশ মানচিত্র
প্রগাঢ় সবুজ, নির্মল প্রশান্তি
কোথায় আছে? এর
নিশ্চয়তা দেবেনা কেউই।
আশাহত হতে চেয়ে মুখ
লুকায় জলের গভীরে, যুবতী
তবু উষ্ণতা টের পেয়ে খুঁজে
নেয় নিজের শরীর।
মুক্ত পথ মুক্ত মানুষ কেন
এতো জটিল ভেবে ক্লান্ত
হলেও জলের গভীরতা
উপলব্ধি করে যুবতি।
হ্যাঁ আমি একা আমার কেউই
নেই; বানের জলের মধ্যে
কচুরিপানা হতাম, ভেসে
যেতাম সে কোন অজানায়।
মানুষে কাছে গিয়ে আর কত
মানুষ খুঁজবো? কাতার
কাতার মানুষ কিন্তু আমি
মানুষ খুঁজে পাইনি! একা
ভেবে ডুপ দেয় জলে যুবতি
খুঁজে আপন প্রশান্তি।
___________
লালমনিরহাট
০৫.০৬.২০২৪