যে পথ ধরে হেটে যাওনা
কেন পথ হতে হবে সঠিক
প্রগতির পথে হেটে যেতে
বাধা আসবেই; সাম্যের পথ
চির আনন্দের, আপন
মহিমায় এগিয়ে যেতে তুমি
সাম্যের পথে হেটে দেখ,
মুক্তির গান আনন্দ চিত্তে
গেয়েছো কি কখনো?
যতই হেটে যাবে পথ ধরে
সেখানে অপেক্ষায় রয়েছে
পথের শেষপ্রান্তে বিপ্লব, তুমি
বিপ্লবী হও।

খালি চোখে যাইই দেখতে
চেয়েছো সেটি সঠিক কি?
সব আলো জনমূখি তা কি
করে বুঝলে! সব আলো নয়
অনিন্দ্যসুন্দর, একটু যাচাই
করতে শেখো সময়তো
ফুরিয়ে যায়নি কেন তবে এত
ব্যস্ততা, মনকে জাগাও,
জাগিয়ে তোল বিবেক, মুক্তি
চাও নিশ্চয়ই পেয়ে যাবে,
শরীরটাকে সূর্য তাপে
পোড়াও প্রখর রোদে! তুমি
মানুষ হও সবার আগে।


------------
লালমনিরহাট
১২.০৫.২০২৪