সবাইতো সবইতো হলাম-
কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার,
কেউ লেখক, কেউ কবিসাহিত্যিক, কেউ নাট্যকার, কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী,
কেউ শিল্পী, কেউ বড় ব্যবসায়ী, কেউ পত্রিকার মালিক ও সম্পাদক।
সবাইতো সবই হলো; কিন্তু মানুষ হলাম কজন! সত্যিই কজন মানুষ হতে পেরেছি।
প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্ত উত্তর জানা আছে কারও? মাতৃভূমি এই বাংলা মা
জননী জন্মভূমি পেয়েছে তাঁর প্রিয় সন্তান প্রিয় মানুষ।
বাঙালি আর বাংলা কাঁদে আক্ষেপ করে করে, প্রশ্নের উত্তর
জানতে চায়, মুখ লুকিয়ে ঘেন্নায়।
সবাই সবই হতে চাইলো, কিন্তু মানুষ হলো কজন; আমাদের নজরুল রবীন্দ্রনাথ আমাদের জীবনানন্দ কাঁদে কেঁদে উঠে কবিতায় অবিনাশী কাব্যে-
কেঁদে উঠে লক্ষ শহিদের আত্মা, একই প্রশ্ন মানুষ হলাম কজন! মানুষের কাতার কোটি কোটি মানুষ এরা কেউই মানুষ হতে চাইলো কী? সবাই আয়েশি জীবন চায় মিথ্যে বিষাদে নিজেকে বিকিয়ে দেয় অর্থলোভে-
প্রশ্ন একটাই মানুষ হলাম কজন?




---------
লালমনিরহাট
২০.০৭.২০২৪