অনেকতো হল এবার থাম
রোদ হারিয়ে গেল মেঘের
আড়ালে।
আকাশের পরে কিছু নেই
মৃত্যুর পর আকাশ নেই!
বহু পথ হেঁটে দেখ মেঘের
গায়ে বৃষ্টি ভেজা রোদ।
সবুজ দেখতে পাহাড় অরণ্য
বড় স্বাদ চেপে রেখে আস্বাদ
নিয়ে বেঁচে থাকা যায় কি?
সাগর পাহাড় মাটি সবই
মিশে মানুষে শুধু এখানে
মানুষ শুধু বড় স্বার্থপর।
_____________
সকাল ৭টা ৩০
লালমনিরহাট
১৯.০২.২০২৪