ছুঁয়ে দেখো রোদ
এই আমার শরীর
রাত হলে কুয়াশার বৃষ্টি,
শিশিরে সিক্ত ঘাস
নিষিদ্ধ রাত
কামাক্ত মেঘ আর বাতাস।

ছুঁয়ে দেখো মন শরীর
মাধুকরী প্রেম
লুকিরে মুখ
লজ্জাবতী তুমি
সব কি শুধু অনুভবে
মিটিয়ে দেবে
আর পিপাসারা
চেয়ে দেখবে সাদা চোখ।


________